ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

পরিবার প্রেম মেনে না নেয়ায়, পরীক্ষাকেন্দ্র থেকেই পালালো প্রেমিক যুগল

এনামুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ১৮:০৯, ২২ মে ২০২৫

পরিবার প্রেম মেনে না নেয়ায়, পরীক্ষাকেন্দ্র থেকেই পালালো প্রেমিক যুগল

ছবি : প্রতীকী

উপকূলীয় জেলা পিরোজপুরের কাউখালীতে একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী প্রেমিক যুগল ব্যবহারিক পরীক্ষা না দিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে পালিয়ে গেছে। এ নিয়ে এলাকাজুড়ে বইছে নানান আলোচনা-সমালোচনার ঝড়।

গত মঙ্গলবার (২০ মে) সকালে কাউখালী উপজেলার আইরন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে কেন্দ্র থেকে পালানোর খবরটি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার আইরন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মুক্তারকাঠি গ্রামের কবির হোসেনের মেয়ের সঙ্গে জয়কুল আবাসনের আব্দুল কুদ্দুসের ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এ বিষয়ে তাদের পরিবারে জানাজানি হলেও তারা বাধা উপেক্ষা করে তাদের সম্পর্ক চালিয়ে যায়।

বুধবার সকালে ওই প্রেমিক যুগল এসএসসির কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরীক্ষা না দিয়ে তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী পালিয়ে যায়।

এ বিষয়ে মুঠোফোনে দৈনিক জনকণ্ঠ-কে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সা/ই

×