ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

 পুনর্বাসন কেন্দ্রে জন্ম সনদ বিতরণ 

আবিদুর রহমান নিপু, ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৯, ২২ মে ২০২৫; আপডেট: ১৮:২০, ২২ মে ২০২৫

 পুনর্বাসন কেন্দ্রে জন্ম সনদ বিতরণ 

দৈনিক জনকণ্ঠ

আজ দুপুর ১ টায় ফরিদপুর পৌরসভার সহযোগিতায় সেফহোম ফরিদপুরের আয়োজনে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের উদ্যোগে জেলা সমাজসেবা অধিদপ্তর এর দরকার হলে সেফ হোম ফরিদপুরে অবস্থানরত সামাজিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসীদের মাঝে জন্ম সনদ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার প্রশাসক জনাব চৌধুরি রওশন ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব আলী আহসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেফ হোম এর তত্ত্বাবধায়ক তাহসিনা জামান, ফরিদপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর জনাব মোহাম্মদ মামুন হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের প্রতিনিধি, সাংবাদিক ও ফরিদপুর পৌরসভার প্রতিনিধি বৃন্দ।

ফরিদপুর পৌরসভার প্রশাসক জনাব চৌধুরি রওশন ইসলাম প্রধান অতিথি বক্তব্য বলেন সেফ হোম ফরিদপুরে অবস্থানরত সামাজিক প্রতিবন্ধী মেয়ে ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসীদের জন্য টেকসই সহযোগিতা অব্যাহত রাখাসহ পৌরসভার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

হ্যাপী

×