ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

হোয়াইট হাউসে রামাফোসার সঙ্গে বৈঠকে ট্রাম্প

দ. আফ্রিকায় শ্বেতাঙ্গ গণহত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪০, ২২ মে ২০২৫

দ. আফ্রিকায় শ্বেতাঙ্গ গণহত্যার অভিযোগ

হোয়াইট হাউসে ট্রাম্প ও রামাফোসার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠককালে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প ও রামাফোসার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। হাসিমুখে শুরু হলেও অল্প সময়ের মধ্যে বৈঠকটি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যা গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের প্রচ- বাগযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়।

খবর দ্য গার্ডিয়ানের। ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। এমনকি নিজের দাবি প্রমাণ করতে একটি ভিডিও প্রদর্শন করেন। তবে জেলেনস্কির মতো বাগবিত-ায় না জড়িয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করেন রামাফোসা। উত্তেজনা সৃষ্টির এই টোপ না গিলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা শান্তভাবে কথা বলতে পারেন। ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, এক সময় যে সংখ্যালঘু ডাচ শ্বেতাঙ্গ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকায় শাসন করত।

এখন তাদের বংশধরদের (যারা আফ্রিকানার বলে পরিচিত) ওপর নির্যাতন চালানো হচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকা সরকার বরাবর এই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি হত্যাকা- হয় দক্ষিণ আফ্রিকা তাদের একটি। কিন্তু হত্যাকাণ্ডে নিহত বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেন ট্রাম্প।

×