
ছবি: সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে যুদ্ধবিরতি ঘোষণার ১২ দিন পেরিয়ে গেলেও উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। দুই দেশের মধ্যে এখনও চলছে পাল্টাপাল্টি অভিযোগ ও দাবি।
গত ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহেলগাম এলাকায় সশস্ত্র বন্দুকধারীদের হামলায় নিহত হন অন্তত ২৬ জন। ঘটনার প্রায় ১৫ দিন পর, ভারত নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা নয়টি ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ লক্ষ্য করে সামরিক অভিযান চালায়। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই লক্ষ্যবস্তুগুলো ছিল জঙ্গিদের ঘাঁটি, যেখান থেকে সীমান্তে হামলার পরিকল্পনা করা হচ্ছিল।
এ ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন হামলা চালানো হয় ভারতীয় সীমান্ত এলাকায়। যদিও দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে, অধিকাংশ দাবির এখনও নিরপেক্ষ সত্যতা যাচাই সম্ভব হয়নি।
এই সংঘর্ষ ঘিরে একাধিক সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক প্রশ্ন সামনে এসেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পেছনে কে দায়ী—এ প্রশ্নের সরাসরি জবাব এখনো অজানা। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও পুরো পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছেন।
বর্তমানে উভয় দেশেই নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, এবং সীমান্ত এলাকাগুলিতে টহল জোরদার করা হয়েছে।
আলীম