ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘোষণা দিয়েও ইরানে আক্রমণ করতে পারলো না ইসরায়েল!

প্রকাশিত: ২৩:১৫, ২২ মে ২০২৫

ঘোষণা দিয়েও ইরানে আক্রমণ করতে পারলো না ইসরায়েল!

ছ‌বি: প্রতীকী

ঘন ঘন হুমকি আর যুদ্ধের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত ইরানে বড় ধরনের আক্রমণ চালাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। বহুবার আক্রমণের কথা বললেও সাহস করতে পারেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমনকি যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ ব্যবহার করেও সফল হতে পারেনি ইসরায়েলি বিমান বাহিনী। কারণ, ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘বাভার ৩৭৩’-এর মুখোমুখি হতে হয়েছিল তাদের।

গত বছরের অক্টোবর মাসে ‘অপারেশন ডে অফ ডিফেন্স’ নামে একটি গোপন মিশনে ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল। হামলায় অংশ নেয় ইসরায়েলের বহু যুদ্ধবিমান, যার মধ্যে ছিল এফ-৩৫ এবং এফ-১৬-এর মতো উন্নত ফাইটার জেট। প্রথম দফায় ইরানের রাশিয়ার তৈরি এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেম আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও পুরো মিশনের লক্ষ্য অর্জন করতে পারেনি তারা।

মার্কিন সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্ট-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলের অত্যাধুনিক বিমানগুলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘বাভার ৩৭৩’ এয়ার ডিফেন্স সিস্টেমের মুখে পড়ে। এই ব্যবস্থা রাশিয়ার এস-৪০০-এর আদলে তৈরি এবং এতে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন রাডার প্রযুক্তি, যা এফ-৩৫-এর মতো স্টেলথ বিমানের উপস্থিতিও শনাক্ত করতে সক্ষম।

২০২২ সালে ইরানি বিজ্ঞানীরা একটি পরীক্ষায় দেখান, তাদের তৈরি একটি ড্রোন – যা এফ-৩৫-এর মতো বৈশিষ্ট্যযুক্ত – যখন আকাশে ২৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল, তখনই বাভার ৩৭৩ তা শনাক্ত করে। আর ১৮৬ কিলোমিটার দূরে পৌঁছাতেই সফলভাবে সেটি ধ্বংস করে দেয় এই প্রতিরক্ষা ব্যবস্থা।

এই প্রযুক্তিগত সক্ষমতা দেখেই ইসরায়েলি পাইলটরা মিশনের মাঝপথেই ফিরে যেতে বাধ্য হন। নেতানিয়াহুর বিমান বাহিনী শেষ পর্যন্ত বুঝতে পারে, ইরানের আকাশ প্রতিরক্ষা শুধু শক্তিশালীই নয়, বরং তাদের হামলার জবাব দিতেও প্রস্তুত।

ফলে, এত সামরিক শক্তি থাকা সত্ত্বেও এখন তেহরানে হামলা চালাতে দ্বিধায় পড়েছে ইসরায়েল। আর বারবার ঘোষণার পরও বাস্তবে হামলা চালাতে না পারায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখে বিষয়টি পরিণত হয়েছে কৌশলগত এক পরাজয়ে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=crRrIhKZiAo

এম.কে.

×