ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মহাবিপর্যের হাত থেকে দেশকে রক্ষা করতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে: প্রিন্স

দেওয়ান নাঈম, নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট

প্রকাশিত: ২১:৩২, ২২ মে ২০২৫; আপডেট: ২২:২৩, ২২ মে ২০২৫

মহাবিপর্যের হাত থেকে দেশকে রক্ষা করতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে: প্রিন্স

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মহাবিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় এবং স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে না। বিএনপি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও পক্ষপাতমূলক আচরণ করতে দেখতে চায় না। সরকার যদি তার নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে না পারে, তবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এই কর্মী সমাবেশ হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে বিশাল জনসমাবেশে পরিণত হয়।

কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক ও স্বাভাবিক নয়। অবাধ নিরপেক্ষ নির্বাচন, সংস্কারসহ গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় গণ-অভ্যুত্থানে সকল রাজনৈতিক শক্তি, ছাত্র, যুবকসহ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী ও প্রশাসনের সাথে অন্তর্বর্তী সরকারের নিবিড় সম্পর্ক ও ঐক্য যখন বিশেষ প্রয়োজন, তখন সরকারের একটি অংশ পরিকল্পিতভাবে অনৈক্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।

তিনি বলেন, জনবিচ্ছিন্ন কিছু দল ও মহল জানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে তারা জয়লাভ করতে পারবে না। এজন্য তারা শুধু নির্বাচন বিলম্বিত নয়, নির্বাচনকে অনিশ্চিত করতে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। রোহিঙ্গা ইস্যুতে রাখাইনে মানবিক করিডোরের নামে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করারও চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টা এবং দেশি-বিদেশি কিছু স্বার্থান্বেষী মহল এসব ষড়যন্ত্রে সহযোগিতা করছে। অন্তর্বর্তী সরকারের চরিত্র পাল্টে দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার কায়েমের গভীর চক্রান্তের কথা আকাশে বাতাসে শোনা যাচ্ছে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানে হাজার হাজার শহিদের রক্তে আংশিক বিজয় অর্জিত হয়েছে। প্রয়োজনে আরও রক্ত দিয়ে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করে পরিপূর্ণ বিজয় নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী, গণতন্ত্র, জনগণের সার্বভৌমত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন ও রাষ্ট্রীয় শক্তির প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তে রঞ্জিত গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধূলিসাৎ হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচনের জন্য অভিজ্ঞতাসম্পন্ন সকল রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় শক্তিসমূহ আহ্বান জানিয়ে আসছে। কিন্তু কতিপয় উপদেষ্টা, এনসিপি ও জামায়াত রহস্যজনক কারণে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। যারা জনগণকে ভয় পায়, তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা না করা হলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ নির্বাচনের দাবিতে ঢাকায় জমায়েত হবে।

তিনি বলেন, কর্মী সমাবেশের মাধ্যমে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি নির্বাচন ও নির্বাচনের দাবিতে প্রয়োজনে আন্দোলনেরও প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান ডাক দিলে কেউ ঘরে বসে থাকবে না।

মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, সোলায়মান সরকার, গাজিউর রহমান, হুমায়ূন কবীর সরকার, আবদুল মোমেন সুমন, মাহবুবুল আলম বাবুল, জাকিরুল ইসলাম টোটন, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আলী আকবর, উপজেলা বিএনপি নেতা ইব্রাহীম খলিল, ওয়াজেদ আলী মাস্টার এবং সিরাজুল ইসলাম।

আসিফ

×