ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে ফরিদপুর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:১১, ২২ মে ২০২৫; আপডেট: ১৮:১১, ২২ মে ২০২৫

ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে ফরিদপুর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি: জনকণ্ঠ

‘তারুণ্যের ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ’ স্লোগানে ২৭ মে তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও ২৮ মে  ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে শরীয়তপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১ ঘটিকায় ফরিদপুর  প্রেসক্লাবে জেলা যুবদলের আয়োজনে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধণণ সম্পাদক ও  ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সমন্বয়ক সাব্বির আহমেদ দীপু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সহ-সমন্বয়ক মাহমুদুল হাসান বাপ্পী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ কোষাধ্যক্ষ ওফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সহ-সমন্বয়ক রোকনুজ্জামান তালুকদার রোকন।

এসময় ফরিদপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলার অধীনস্থ কোতোয়ালি, ভাংগা, সদরপুর, চরভদ্রাশন, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালি থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এসইউ

×