ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রিন্স হ্যারির বিস্ফোরক মন্তব্যের পর উত্তর আমেরিকা সফরে রাজা চার্লস

প্রকাশিত: ০৯:৩১, ২২ মে ২০২৫

প্রিন্স হ্যারির বিস্ফোরক মন্তব্যের পর উত্তর আমেরিকা সফরে রাজা চার্লস

ছবি: সংগৃহীত

প্রিন্স হ্যারির সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যের রেশ না কাটতেই উত্তর আমেরিকা সফরের ঘোষণা দিলেন ব্রিটেনের রাজা চার্লস। রাজা চার্লস (৭৬) ও রানি ক্যামিলা (৭৭) আগামী সপ্তাহে কানাডায় সরকারি সফরে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

তবে সফর উত্তর আমেরিকায় হলেও, যেখানে রাজদ্বন্দ্বপূর্ণ পুত্র প্রিন্স হ্যারি বর্তমানে বসবাস করছেন, বাবা-ছেলের মধ্যে পুনর্মিলনের কোনো সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।

চলতি মাসের শুরুতে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি অভিযোগ করেন, তার বাবা চার্লস এখন আর তার সঙ্গে কথা বলেন না। রাজপরিবারের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া না এলেও, আসন্ন সফরে হ্যারির সঙ্গে রাজা চার্লসের দেখা না হওয়া ইঙ্গিত দেয় যে, বাবা-ছেলের দূরত্ব এখনো কাটেনি।

আগামী ২৬ মে কানাডার রাজধানী অটোয়ায় পৌঁছাবেন রাজা চার্লস ও রানি ক্যামিলা। রাজা হিসেবে এটি চার্লসের প্রথম কানাডা সফর হলেও, অতীতে তিনি ১৯ বার দেশটিতে গেছেন। অন্যদিকে ক্যামিলা গেছেন ৫ বার।

সফরকালে তাঁরা কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমন ও প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে সাক্ষাৎ করবেন। রানির জন্য এই সফরটি আরও তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ তিনি কানাডার প্রিভি কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

রাজা চার্লস সর্বপ্রথম ১৯৭০ সালে কানাডা সফর করেন। সর্বশেষ তিনি ও ক্যামিলা ২০২২ সালে প্রয়াত রানি এলিজাবেথের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে দেশটিতে গিয়েছিলেন। সেই সফরে তাঁরা ৩,৩০০ মাইলেরও বেশি পথ পাড়ি দেন।

সফরের আগে চার্লস ও ক্যামিলা লন্ডনের কানাডা হাউস পরিদর্শন করেন এবং ভবনের একটি প্রতীকী চাবি উপহার পান। রাজপরিবারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রাজা-রানিকে দেখতে রাস্তায় ভিড় জমান উৎসুক জনতা, এবং তাঁরা হাসিমুখে সবার সঙ্গে ছবি তোলেন।

উল্লেখ্য, এই সফরের কয়েক সপ্তাহ আগেই ডিউক অফ সাসেক্স হ্যারি তার যুক্তরাজ্যের করদাতা-পরিচালিত নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার মামলায় আপিল হারান। এরপর তিনি বিবিসিকে বলেন, “আমি পরিবারের সঙ্গে মিল-মিশ চাই। আর লড়াই করে কোনো লাভ নেই।”

তবে সেই চাওয়া কতটা বাস্তবে রূপ নেবে, তা ভবিষ্যতেই বোঝা যাবে। বর্তমানে চার্লস-হ্যারি সম্পর্ক যে বরফাচ্ছন্ন, তাতে কোনো সন্দেহ নেই।

মিরাজ খান

×