
রাজধানী ঢাকায় আজ ২২ মে দিনভর একাধিক রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে। সংশ্লিষ্টদের পরামর্শ, ভোগান্তি এড়াতে এসব এলাকা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করুন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে শপথ নেওয়ার দাবিতে তার সমর্থকেরা আজ সকাল ১০টা থেকে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। ফলে এসব এলাকায় ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, জাতীয়তাবাদী ছাত্রদলও একই সময় সকাল ১০টা থেকে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। সংগঠনটির দাবি, তাদের নেতা শহরিয়ার আলম শাম্মোর হত্যাকাণ্ডের বিচার নিয়ে দীর্ঘসূত্রিতা চলায় তারা এ কর্মসূচি ডেকেছে। এই দুটি এলাকাও যানজটে বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় নাগরিক পার্টি যাত্রাবাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
ফলে নগর ভবন, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও যাত্রাবাড়ী এলাকার সড়কগুলো আজ যানজটপ্রবণ হিসেবে বিবেচিত হচ্ছে। রাজধানীবাসীকে সময়মতো গন্তব্যে পৌঁছাতে হলে এসব এলাকা এড়িয়ে বিকল্প পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আফরোজা