
ছবিঃ সংগৃহীত
ভারতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে নয়াদিল্লি। তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে সৌদি আরব, বাহরাইন, কুয়েতসহ বিশ্বের ৩৩টি দেশে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী রবিবারের মধ্যে দিল্লির সাতটি প্রতিনিধি দল এসব দেশে পৌঁছে ভারতের অবস্থান তুলে ধরবে।
অন্যদিকে, পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধকে ‘বোকামি’ বলে অভিহিত করেছেন ইসলামাবাদের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তবে তিনি বলেন, যদি ভারত যুদ্ধ চাপিয়ে দেয়, তবে পাকিস্তানও তার জবাব দিতে প্রস্তুত।
উল্লেখ্য, ২২শে এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত ২৬টি সামরিক লক্ষ্যবস্তু হামলার শিকার হয়েছে বলে জানানো হয়েছে।
মারিয়া