ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

চার দফা দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন  

আল মামুন, জয়পুরহাট

প্রকাশিত: ১৩:৪৪, ২২ মে ২০২৫

চার দফা দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন  

ছবি: দৈনিক জনকন্ঠ।

চার দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি। 

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১ টায় জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির জয়পুরহাট জেলা শাখার সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি কাজল আহমেদ, মতিয়র রহমান ও সদর উপজেলার সভাপতি আকতারুল ইসলাম। 

এসময় বক্তারা বলেন, ‍“ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা। ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা ও সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। তা না হলে আবারও আন্দোলন করার হুঁশিয়ারি দেন তারা।”

মিরাজ খান

×