ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

আফগানিস্তান-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সম্মত

চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে আলোচনা

প্রকাশিত: ১১:৫৯, ২২ মে ২০২৫

আফগানিস্তান-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সম্মত

ছবিঃ সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে আফগানিস্তান ও পাকিস্তান পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই তথ্য জানিয়েছেন।

আলোচনার পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুততাকি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার একমত হন যে, তারা শীঘ্রই একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ দেবেন।

চীন জানিয়েছে, দুই দেশ কূটনৈতিক সম্পর্কের স্তর উন্নয়নের ব্যাপারে আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছে এবং চীন এই উদ্যোগকে স্বাগত জানায়। বৈঠকে আফগানিস্তানের পুনর্গঠন, বাণিজ্য সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি রক্ষার বিষয়ে আলোচনা হয়। ত্রিপাক্ষিক বৈঠক আগামীতে কাবুলে অনুষ্ঠিত হবে বলেও সম্মত হয় তিন দেশ।

উল্লেখ্য, গত ডিসেম্বরে পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে বহু হতাহতের ঘটনা এবং লক্ষাধিক আফগান নাগরিককে পাকিস্তান থেকে ফেরত পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

এই বৈঠককে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ও কূটনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


সূত্রঃ রয়টার্স 
 

নোভা

×