ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মমতাজের ওপর আদালত চত্বরে ডিম–জুতা ছুড়ে ক্ষোভ

প্রকাশিত: ১৩:৪০, ২২ মে ২০২৫

মমতাজের ওপর আদালত চত্বরে ডিম–জুতা ছুড়ে ক্ষোভ

ছবি: সংগৃহীত

আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবে তা উপেক্ষা করে অনেকেই মমতাজের বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন। পাশাপাশি আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবী ও দলীয় কর্মীরা “মমতাজের ফাঁসি চাই” স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। আদালতে ধাক্কাধাক্কি, আইনজীবী অনুপস্থিত ।

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও ভাঙচুর মামলায় ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনে। এ সময় তাকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হয়।

মানিকগঞ্জ কোর্টের ওসি আবুল খায়ের জানান, মমতাজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলার বাদীপক্ষের পক্ষে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান।

দুই মামলায় মোট ৬ দিনের রিমান্ডে থাকবেন মমতাজ বেগম।

আলিফ

×