ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

দলিল দেখে কীভাবে বুঝবেন কতটুকু সম্পত্তি বিক্রি হয়েছে?

প্রকাশিত: ০৯:৪২, ২২ মে ২০২৫

দলিল দেখে কীভাবে বুঝবেন কতটুকু সম্পত্তি বিক্রি হয়েছে?

ছবি: প্রতীকী

নিজের সম্পত্তির দলিল হাতে নিয়ে ভাবছেন, এই দলিল দেখে কিভাবে বুঝবেন কতটুকু জমি বা সম্পত্তি বিক্রি হয়েছে? দলিল বুঝতে সমস্যা হচ্ছে? সম্প্রতি এক ভিডিওতে আইনজীবী তৌফিক আলোচনা করেছে বিস্তারিত, দিয়েছেন সহজ ব্যাখ্যা।

তিনি বললেন, ‘দলিলের প্রথম পাতা দেখলেই বুঝতে পারবেন, ওই দলিলটি কখন তৈরি হয়েছে। দলিল নম্বর, কর্মিক নম্বর এবং দলিল সম্পাদনের তারিখ সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকে। এছাড়াও, সম্পত্তির মোট পরিমাণ ও হস্তান্তরের পরিমাণও দেখা যাবে।’

তিনি আরও জানান, “দলিলের ‘তফসিল’ অংশে গিয়ে আপনি সম্পত্তির বিস্তারিত বিবরণ দেখতে পাবেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ থাকে সম্পত্তি কোথা থেকে এসেছে, কোন অংশ কোন দাগ নম্বর দ্বারা বিক্রি হয়েছে তা। এই তথ্য থেকে নিশ্চিত হওয়া যাবে যে আপনার দলিলে কতটুকু জমি বিক্রি হয়েছে এবং সেটা কোন কোন দাগ বা অংশ থেকে এসেছে।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=T40dcNgFNlw

রাকিব

×