
গাজায় মানবিক সহায়তা পাঠাতে ৯০টি ট্রাক অনুমোদন পাওয়াকে অনেকেই বড় অর্জন মনে করলেও জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, এটি প্রয়োজনের তুলনায় “সমুদ্রে একফোঁটা জল” মাত্র।
কারণ, ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে, যখন ইসরায়েল গাজায় অবরোধ ও বোমা হামলা শুরু করেনি, তখন প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০টি সহায়তা ট্রাক গাজায় প্রবেশ করতো।
অথচ এখন, ইসরায়েলের টানা ১১ সপ্তাহের সম্পূর্ণ অবরোধের পর, মাত্র ৯০টি ট্রাক ঢোকার অনুমতি পেয়েছে।
জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, তারা প্রতিটি জীবন রক্ষার জন্য যেকোনো সহায়তা গ্রহণ করতে প্রস্তুত, তবে বাস্তবতা হলো—এই সংখ্যাটি গাজার ভয়াবহ সংকট মোকাবেলার জন্য একেবারেই অপর্যাপ্ত।
খাদ্য, পানি, ওষুধ, জ্বালানি—সবকিছুর তীব্র ঘাটতিতে থাকা গাজা এখন এক মহা মানবিক বিপর্যয়ের মুখে, যেখানে প্রতিদিন সহস্রাধিক মানুষ সাহায্যের অপেক্ষায়। ৯০টি ট্রাক হয়তো কিছু মানুষকে সাময়িক স্বস্তি দেবে, কিন্তু পুরো জনগোষ্ঠীর বাঁচার জন্য প্রয়োজন অনেক, অনেক বেশি।
এসএফ