ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

হত্যা ও দুর্নীতির একাধিক মামলায় সাবেক এমপি মমতাজ বেগম আদালতে হাজির

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ:

প্রকাশিত: ১০:৫৬, ২২ মে ২০২৫

হত্যা ও দুর্নীতির একাধিক মামলায় সাবেক এমপি মমতাজ বেগম আদালতে হাজির

মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও দুর্নীতিসহ একাধিক মামলায় মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় পুলিশি পাহারায় তাঁকে আদালতে আনা হয়। এর আগে, চারদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। সে বছরই নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত হয়ে সংসদ সদস্য হন। এরপর থেকে এলাকায় তার রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার অভিযোগ উঠে। ২০১৪ সালে সরাসরি মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৫ সালে হন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই সময় থেকেই তাঁর ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে পরিবহন চাঁদাবাজি, সরকারি টেন্ডার বাণিজ্য, চাকরির নিয়োগ ও দলে পদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ উঠে।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারো এমপি হন। তবে ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। তবে এখনো তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন। তাঁর সৎ ছেলে সিঙ্গাইর পৌরসভার মেয়র এবং ভাগনে শহিদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া বিভিন্ন আত্মীয়-স্বজন দলীয় পদে অধিষ্ঠিত রয়েছেন। মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় একটি হত্যামামলা এবং হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় তিনি প্রধান আসামি। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।বর্তমানে এসব মামলার তদন্ত চলমান। সংসদ সদস্য থাকাকালে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সংসদে অরুচিকর মন্তব্য এবং গান গেয়ে আলোচিত-সমালোচিত হন।

আফরোজা

×