
সত্যিই কি যশ-নুসরতের সম্পর্কে ‘আড়ি’? বুধবার সকাল থেকেই তারকাজুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টলিপাড়া! জল্পনার সূত্রপাত, টলিপাড়ার ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানের জীবনদর্শনমূলক পোস্ট থেকে। শুধু তাই নয়। এবার তাঁরা ঘুরতেও গিয়েছেন আলাদা আলাদাভাবে। উপরন্তু যশ-নুসরত যখন যে যাঁর মতো করে ছুটি উপভোগ করছেন তখন নেটপাড়ার আবিষ্কার, তাঁরা ইনস্টাগ্রামে একে-অপরকে আর অনুসরণ করছেন না। এবার যাবতীয় বিষয় ক্রমানুসারে রেখে দুয়ে দুয়ে চার করে একাংশের অনুমান, তারকাজুটির সম্পর্কে হয়তো ফাটল ধরেছে। তাঁদের রসায়ন আর আগের মতো নেই! আদৌ কি তাই?
জল্পনা বাড়তেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন যশ দাশগুপ্ত। অভিনেতা সাফ জানালেন, সকাল থেকেই ভুয়ো খবর ঘুরছে। সবটাই গুজব। যশের দাবি, নুসরত জাহানের সঙ্গে কোনও সমস্যাই হয়নি তাঁর। ইনস্টাগ্রামে’ আনফলো’ করার বিষয়টি নিয়ে কী বললেন অভিনেতা? দিনভর নেটপাড়ায় জল্পনা জিইয়ে থাকার পর বুধবার রাতে সংবাদমাধ্যমের কাছে যশ জানালেন, প্রযুক্তিগত সমস্যার কারণেই তাঁর প্রোফাইল থেকে নুসরতকে ফলো করা যাচ্ছে না। আর তার মাঝে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠতেই অভিনেতার উত্তর, “কেন নুসরাতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না, সেটা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করতে হবে।” অভিনেতা জানালেন, ইতিমধ্যেই তাঁর সোশাল মিডিয়া টিম বিষয়টি দেখছে।
প্রসঙ্গত, নুসরfত জাহান বর্তমানে ছেলে জিশানকে নিয়ে পরিবারের সঙ্গে দার্জিলিং ঘুরতে গিয়েছেন। কুয়াশামাখা শৈলশহর থেকে তাঁর ট্যুরের একাধিক ঝলকও শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে।
ফুয়াদ