ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বড়বাড়ি ফজলুল হক দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে প্রশাসন

জামাল বাদশা, লালমনিরহাট।

প্রকাশিত: ১৭:১৪, ২২ মে ২০২৫

বড়বাড়ি ফজলুল হক দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে প্রশাসন

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি ফজলুল হক দাখিল মাদ্রাসায় চরম অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অবকাঠামো সংকট, স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব, টয়লেট সংকটসহ নানা সমস্যা ভোগাচ্ছে শিক্ষার্থীদের।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে মাদ্রাসার উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো উন্নয়নকাজ বাস্তবায়ন হয়নি। জরাজীর্ণ শ্রেণীকক্ষ, ফাটল ধরা দেয়াল আর নাজুক পরিবেশে চলছে পাঠদান কার্যক্রম।

স্থানীয়রা অভিযোগ করেছেন, মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা জানান, ভর্তি নেওয়ার সময় বয়স বেশি দেখিয়ে নানা অজুহাতে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাচ, টাই ও সেশন ফি বাবদ অতিরিক্ত ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।

একাধিক শিক্ষার্থী জানান, “ভর্তির সময় আমাদের বলা হয় বয়স ঠিক নেই। পরে টাকা দিলে ভর্তি করে নেয়। এমনকি ব্যাচ-টাইয়ের নামেও টাকা নেওয়া হয়।”

মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক গোলাম সরোয়ার বলেন, “আমি এসব অনিয়মের প্রতিবাদ করায় গত দুই বছর ধরে আমার বেতন বন্ধ রাখা হয়েছে। এটা একটি চরম অন্যায়। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার হোসেন আলী নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, “আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই।”

এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীত দাস বলেন, “অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ অবস্থায় এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।

রিফাত

×