
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে HONOR তাদের নতুন স্মার্টফোন সিরিজ HONOR 400 উন্মোচন করেছে। "HONOR AI Wonderverse" থিমে আয়োজিত এই অনুষ্ঠান ছিল আরবি ঐতিহ্য ও ভবিষ্যত প্রযুক্তির মেলবন্ধন, যেখানে অতিথিরা AI Creative Editor-এর নানা বৈশিষ্ট্য সরাসরি উপভোগ করেন।
এই সিরিজে রয়েছে শক্তিশালী AI ক্যামেরা, উন্নত পারফরম্যান্স, টেকসই নির্মাণ এবং প্রাকৃতিক অনুপ্রেরণায় নির্মিত ডিজাইন। এতে ২০০ মেগাপিক্সেলের AI ক্যামেরা, ৫০ গুণ সুপার জুম, এবং AI Portrait Snap-এর মাধ্যমে গতিশীল বিষয়বস্তু স্পষ্টভাবে ফোকাসে রাখা যায়।
HONOR 400 পাওয়া যাচ্ছে Midnight Black, Meteor Silver ও Desert Gold রঙে, প্রি-অর্ডার মূল্যে শুরু Dh1,399 থেকে। উপহার হিসেবে থাকছে Dh897 মূল্যের Earbuds S7, Louvre Abu Dhabi কেস, ১২ মাসের HONOR Care দুর্ঘটনা বিমা ও GCC জয়েন্ট ওয়ারেন্টি।
HONOR 400 Pro পাওয়া যাচ্ছে Midnight Black, Lunar Grey, ও Tidal Blue রঙে, প্রি-অর্ডার মূল্যে Dh2,499। উপহার হিসেবে থাকছে Dh1,396 মূল্যের Earbuds Clip, HONOR CHOICE Watch, HONOR Art Cover, এবং ১২ মাসের HONOR Care বিমা।
গ্রাহকরা প্রি-অর্ডার করতে পারবেন HONOR অনলাইন স্টোর, Sharaf DG, Lulu, Carrefour, Amazon, Noon সহ আরও বিভিন্ন স্টোর থেকে।
শহীদ