
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও এক ঘণ্টার জন্য মহাসড়ক অবরোধ করে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের সরকারি গৌরনদী কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। পরে সরকারি গৌরনদী কলেজের শহীদ মিনারে সমাবেশ শেষে এক ঘণ্টার জন্য মহাসড়ক অবরোধ করে গণঅবস্থান পালন করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টুসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “জাতীয় নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণা করতে হবে এবং ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিতে হবে। তা না হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়া হবে।”
এ সময় নেতারা অভিযোগ করেন, সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে এবং প্রশাসনের ওপর ভর করে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে।
নুসরাত