ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বগুড়ায় ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডে জড়িত ৩ নেতা গ্রেপ্তার

মাহফুুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ১৪:১৫, ২২ মে ২০২৫

বগুড়ায় ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডে জড়িত ৩ নেতা গ্রেপ্তার

ছবি : জনকণ্ঠ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা তিনটি পৃথক মামলায় বগুড়ার তিন প্রভাবশালী রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া সদর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এনামুল হক রানা, সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা আব্দুল কাফি এবং দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের (যার কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার আমিন।

বৃহস্পতিবার রাতে গাবতলী উপজেলার দোয়ারপাড়া, বগুড়া শহরের কানছগাড়ি এবং দুপচাঁচিয়া পৌরসভার মহলদার পাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এবং দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

পুলিশ জানায়, এনামুল হক রানা ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তার বাড়ি গাবতলীর দোয়ারপাড়া গ্রামে। আব্দুল কাফি হামলা ও নাশকতা মামলার অন্যতম অভিযুক্ত। আর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে রয়েছে নিহত শ্রমিকদল নেতা আবু রায়হান রাহিম হত্যা মামলার অভিযোগ।

তিনজনকেই পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আলিফ

×