ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

‘৬ ঘণ্টায় ৫৮৩ পুরুষ চ্যালেঞ্জ’, হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি অ্যানি নাইটের

প্রকাশিত: ০৭:০৪, ২২ মে ২০২৫; আপডেট: ০৭:১১, ২২ মে ২০২৫

‘৬ ঘণ্টায় ৫৮৩ পুরুষ চ্যালেঞ্জ’, হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি অ্যানি নাইটের

অস্ট্রেলিয়ার জনপ্রিয় প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ও OnlyFans তারকা অ্যানি নাইট সম্প্রতি ৫৮৩ জন পুরুষের সঙ্গে ছয় ঘণ্টায় যৌনসম্পর্ক স্থাপন করে রীতিমতো চমকে দেন সবাইকে। তবে এর কয়েক দিনের মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

২৮ বছর বয়সী অ্যানি ‘Us Weekly’কে জানিয়েছেন, মিলনের চ্যালেঞ্জ শেষ করার পর থেকে তিনি অতিরিক্ত রক্তক্ষরণে ভুগছেন, যার জন্য চিকিৎসা নিতে বাধ্য হন। তার ভাষায়, ‘আমি ভালো নেই। চ্যালেঞ্জের পর থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছে। নিচের অংশটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অ্যানি দীর্ঘদিন ধরে এন্ডোমেট্রিওসিস নামক গাইনি রোগে ভুগছেন। তাই তার অসুস্থতা নাকি এই চ্যালেঞ্জের কারণে রক্তক্ষরণ হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।

তিনি তার ইনস্টাগ্রামে একটি হাসপাতালের পোশাক পরিহিত ছবি দিয়ে লেখেন, ‘আসলে এক দিনে ৫৮৩ জন পুরুষের সঙ্গে মিলন শরীরের জন্য ভালো কিছু নয়।’ তিনি আরও বলেন, ‘আমি বেঁচে যাব, তবে এই মুহূর্তে ব্যথা আর অস্বস্তি খুব বেশি।’

অ্যানির বাড়ি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে। চ্যালেঞ্জটি সম্পন্ন করতে গিয়ে তিনি তার আগের রেকর্ড (এক দিনে ২৪ জন) টপকে গেছেন এবং ২০২৫ সালের মধ্যে ১ হাজার পুরুষের সঙ্গে মিলনের লক্ষ্যের অর্ধেক পথ অতিক্রম করেছেন।

এই ইভেন্টের জন্য ২ হাজার জন নিবন্ধন করেছিলেন, যদিও অ্যানির প্রত্যাশা ছিল মাত্র ২০০ জন। কিন্তু বাস্তবে হাজির হন ৫০০-এর বেশি অংশগ্রহণকারী। ইভেন্টে অংশ নেওয়া প্রত্যেককে নির্দিষ্ট ব্র্যান্ডের কনডম ও গোলাপি রঙের মুখোশ পরতে বলা হয়েছিল পরিচয় গোপন রাখতে।

অ্যানি বলেছেন, সমালোচনার মুখেও তিনি নিজের পেশা নিয়ে লজ্জিত নন। ‘মানুষ খুব বেশি রাগান্বিত হয় বিষয়টা নিয়ে। দিনে শেষে, পুরুষরা তো কেবল যৌনসম্পর্ক চায়। আর আমি তো একটি সেবা দিচ্ছি, তাও বিনামূল্যে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘যে পুরুষরা ইভেন্টে অংশ নিয়েছেন, তাদের নিয়ে অনেক বাজে মন্তব্য দেখছি। এটা দেখে আমি খুব কষ্ট পাই, কারণ আমি তাদের প্রতি রক্ষাকবচের মতো অনুভব করি।’

উল্লেখ্য, এই ধরনের চ্যালেঞ্জে শুধু অ্যানি একা নন। আরও দুই OnlyFans তারকা—বনি ব্লু ও লিলি ফিলিপসও ১ হাজার পুরুষের সঙ্গে মিলনের লক্ষ্য নিয়ে চ্যালেঞ্জ নিয়েছেন। বনি দাবি করেছেন, ২০২৪ সালের জানুয়ারিতে তিনি এক দিনে ১ হাজার ৫৭ জনের সঙ্গে মিলিত হয়েছেন। আর লিলির সংখ্যা ছিল ১০১।

 

সূত্র: দ্য মিরর।

রাকিব

×