
ছবি: সংগৃহীত।
গাজার অবরুদ্ধ অঞ্চলে ভয়াবহ মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। হাজারো ত্রাণবাহী ট্রাক মিশরের রাফা সীমান্তে দিনের পর দিন আটকে রয়েছে ইসরায়েলের অনুমতির অপেক্ষায়। যদিও তেল আবিব সরকার অবরোধ শিথিল করার ঘোষণা দিয়েছে, বাস্তবে ত্রাণ প্রবেশের হার অত্যন্ত ধীর ও সীমিত।
আলজাজিরার তথ্য অনুযায়ী, বর্তমানে গাজায় দিনে গড়ে মাত্র ৯০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পাচ্ছে। অথচ ২০২৩ সালের ৭ অক্টোবরের আগ পর্যন্ত এই সংখ্যা ছিল ৫০০ থেকে ৬০০। ফলে খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি সংকটে পড়েছে প্রায় ২৩ লাখ গাজাবাসী।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বর্তমান ত্রাণ সহায়তা “সমুদ্রে এক ফোঁটা পানির মতো”—এতে বাস্তব সংকট মোকাবিলা অসম্ভব। তারা গাজার অবরোধ অবিলম্বে শিথিল করে নিরবিচারে ত্রাণ প্রবেশের পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই দীর্ঘস্থায়ী অবরোধ শুধু গাজার নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে। মানবিক সহায়তা বন্ধ থাকলে চরমপন্থা, জনরোষ ও আন্তর্জাতিক চাপ আরও বাড়বে।
নুসরাত