
এখনকার সরকারের মনস্তাত্ত্বিক জগতটাই আলাদা বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ।
বুধবার (২১ মে) একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে তিনি এ মন্তব্য করেন।
এম এ আজিজ বলেন, এই সরকার যে ক্ষমতায় আসছে তাদের মনস্তাত্ত্বিক জগৎটাই আলাদা। কারণ তারা মনে করে যে তাদের সকল দায়িত্ব আছে। যেমন ধরেন প্রেস সেক্রেটারি যে ভাষায় বললো এই সরকারের সব কাজ করার মাইন্ডেড আছে এবং ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কথায়ও মধু থাকতো এর কথায় মধু পাওয়া যায় না এমন হীনতার সাথে। তো সমাধানটা কিভাবে করবেন বলেন।
তিনি বলেন, এই সরকার যদি মনে করে তার সব করার এখতিয়ার আছে। যেভাবে প্রেস সেক্রেটারি কথা বলতেছে এভাবে আমি কোনদিন কথা শুনি নাই। আগে ওনাকে আমি চিনতাম না উনি আমাকে চিনতেন না এটাও একটা দুর্ভাগ্য। আমার মনে হয় যার যার এরিয়াটা অন্ততপক্ষে অনুমান করা উচিত যে আমি কতটুকু ক্রস করব এটাই। এখন যে যে বিষয়গুলো নিয়ে সমস্যা হচ্ছে এই শব্দটার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার যেকোন কিছু করতে পারে।
এম এ আজিজ আরও বলেন, সামনে একটা ইলেকশন, ইলেকশনটা করবে এবং ডে টু ডে এফেয়ার্স দেখবে অন্তর্বর্তীকালীন সরকার এটাই জনগণের প্রত্যাশা ছিল। এখন ধরেন ডে টু ডে এফিয়ার্সটা কি সংস্কার আপনি দেখেন কোটা সংস্কার ছিল, এরপরে নয় দফার ছিল, এরপরে ফ্যাসিবাদ বিলুপ। আমরা যদি ইন্টারপিকেশন দিয়ে দেখি ফ্যাসিবাদ বিলুপ মানে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। অর্থাৎ ফ্যাসিবাদ বিলুপ করছে একটা গণতান্ত্রিক পর্যায়ে যাওয়ার জন্য। এটা আমরা ধরে নিতে পারি তার জন্য কিছু সংস্কার দরকার আছে।
সজিব