ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মতলবে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

কামাল হোসেন খান, মতলব উত্তর, চাঁদপুর

প্রকাশিত: ১২:১৯, ২২ মে ২০২৫; আপডেট: ১২:২০, ২২ মে ২০২৫

মতলবে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

ছবি: দৈনিক জনকন্ঠ

‘সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান ক্রয় ও সংগ্রহ শুরু করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা খাদ্য বিভাগ।

বুধবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি আমজাদ হোসেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা খালেদা আক্তার জানান, “মতলব দক্ষিণ উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে এ বছর ৩৬ টাকা কেজি ও ১৪৪০ টাকা মন দরে প্রতিজন কৃষকের নিকট থেকে সর্বোচ্চ ৩ টন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য বিভাগ। এ বছর এ উপজেলায় দুটি খাদ্য গুদামের মাধ্যমে ধান সংগ্রহের  লক্ষ্যমাত্রা ৩০৬ মেট্রিক টন। তন্মোধ্যে মতলব দক্ষিণ উপজেলা সদরের খাদ্য গুদামের মাধ্যমে ২০৬ ম্যাট্রিক টন এবং নায়েরগাঁও বাজারের খাদ্য গুদামের মাধ্যমে ১০০ মেট্রিক টন ধান ক্রয় করবেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় ও সংগ্রহ কার্যক্রম চলবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওচমান গণি, নায়েরগাঁও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলী হোসেন, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম।

এ বছর কৃষকের অ্যাপ ও উপজেলা কৃষি অফিসের নিবন্ধিত কৃষক তালিকার কৃষকদের থেকে আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন। “ধান সংগ্রহ করা এবং ধানের মূল্য সরাসরি কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে” বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। তিনি আরো জানান, “মতলব দক্ষিণ উপজেলায় শুরু হওয়া ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।”

মিরাজ খান

×