
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর নিত্যপণ্যের বাজারে সামগ্রিকভাবে স্থিতিশীলতা থাকলেও কিছু নির্দিষ্ট পণ্যে, বিশেষ করে মাছ ও মাংসে দেখা যাচ্ছে দামের ঊর্ধ্বগতি। বাজার ঘুরে দেখা গেছে, সমুদ্রে মাছ ধরার উপর চলমান নিষেধাজ্ঞার প্রভাবে সামুদ্রিক মাছের সরবরাহ কমে গেছে। এর ফলে বাজারে দেশি নদীর মাছের ওপর চাপ বেড়েছে এবং দাম হয়েছে নাগালের বাইরে।
নদীর মাছ এখন ৪০০ থেকে ৪৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ইলিশ মাছের দাম সবচেয়ে বেশি চমকে দিচ্ছে সাধারণ ক্রেতাদের। ৮০০-৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ১,৬০০ থেকে ১,৮০০ টাকায়। এক কেজির ওপরে হলে তার দাম পৌঁছে যাচ্ছে ২,২০০ থেকে ২,৩০০ টাকা পর্যন্ত।
মাংসের বাজারেও দেখা যাচ্ছে একই চিত্র। খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১,০০০ টাকায় এবং গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায়। মুরগির বাজারেও রয়েছে পরিবর্তন। বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে এবং লেয়ার মুরগির দাম ৩০০ টাকা কেজি।
তেলের দামেও সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত মাসে প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হয়েছে ১৮৫ টাকায়, বর্তমানে তা ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
সবমিলিয়ে, পটুয়াখালীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বড় কোনো অস্থিরতা না থাকলেও মাছ ও মাংসের উচ্চমূল্য সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
সূত্র:https://youtu.be/WWIHYXitD0I?si=BEjIXzw9GyPRaPi6
আঁখি