
ছবি: সংগৃহীত
বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিরপেক্ষতা হারিয়ে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। তিনি দাবি করেন, উপদেষ্টাআসিফ মাহমুদ আদালত, নির্বাচন কমিশন এবং সরকারের বিভিন্ন দপ্তরে হস্তক্ষেপ করেছেন, যা একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের বৈশিষ্ট্যের পরিপন্থী।
ইশরাক বলেন, “এই সরকার এবং তাদের উপদেষ্টা একটি নিরপেক্ষ সরকারের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন, আদালত, সবখানেই তারা প্রভাব বিস্তার করছে।”
তিনি দাবি করেন, নির্বাচনী প্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপের কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এক পর্যায়ে তিনি অভিযোগ করেন যে বিচার বিভাগে, বিশেষ করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারকের ওপর হুমকি ও প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের ওপর সরাসরি ফোন করে হস্তক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ তোলেন।
তিনি আরও বলেন, “একটি নিরপেক্ষ সরকার গঠনের উদ্দেশ্য ছিল যাতে সব দল সমানভাবে নির্বাচনে অংশ নিতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকারের মধ্যে নতুন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন এবং তারা দলীয় স্বার্থে কাজ করছেন।”
সিটি কর্পোরেশন ও ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেয়ার প্রক্রিয়াও এ বিষয়ে একটি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তিনি। তাঁর মতে, এই উদ্যোগের মাধ্যমে সরকার ঢাকাকেন্দ্রিক নতুন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করছে, যারা আসন্ন নির্বাচনে সুবিধা নিতে চাইছে।
আদালতে চলমান মামলার প্রেক্ষিতে তিনি বলেন, “যে রিটটি হয়েছে তার কোন গ্রাউন্ডই নেই। তবুও উচ্চ আদালতে চার দিন ধরে শুনানি হয়নি। এটি আদালতের ওপর চরম হস্তক্ষেপের প্রমাণ।”
তিনি তার বক্তব্যে স্পষ্ট করে জানান, “আমরা এখানে এসেছি একটি দাবি নিয়ে, স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত তার পদত্যাগ না হয়, আমরা এখান থেকে যাব না।”
শেষে ইশরাক হোসেন বলেন, “আমার লক্ষ্য ক্ষমতা নয়, বরং জনগণকে সত্য দেখানো। এই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ বুঝবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কতটা প্রয়োজনীয়তা রয়েছে।”
সূত্র:https://youtu.be/NbaxdGdIZzE?si=0UW3Iyr7aJgMNHWd
আঁখি