
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের কয়েক হাজার সমর্থক।
বুধবার (২১ মে) সন্ধ্যার পর শুরু হওয়া এ অবস্থানে হেয়ার রোড, মৎস্য ভবন, কাকরাইল ও সার্কিট হাউজ এলাকা জনস্রোতে পরিণত হয়। যান চলাচল বন্ধ হয়ে পড়ে আশপাশের রাস্তাগুলো। এখন মধ্যরাতেও যমুনার সামনে হাজার নেতাকর্মীর ভিড় দেখা যাচ্ছে।
সমর্থকরা জানান, গেজেট প্রকাশের পরও ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় তারা রাস্তায় নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যমুনার সামনেই অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে নিরাপত্তা নিশ্চিতে সেখানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।
এসএফ