ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি যদি ফেলও করে, তাও একটা বিএনপি লাগবে : রেজাউল করিম রনি

প্রকাশিত: ০০:২১, ২২ মে ২০২৫; আপডেট: ০০:২৩, ২২ মে ২০২৫

বিএনপি যদি ফেলও করে, তাও একটা বিএনপি লাগবে : রেজাউল করিম রনি

ছবি: সংগৃহীত

“বিএনপি যদি রাজনৈতিকভাবে ফেলও করে, তবুও আমাদের একটা বিএনপি লাগবে”—এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষক রনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে মধ্যপন্থার ভারসাম্য রক্ষায় বিএনপির মতো একটি শক্তির অস্তিত্ব অপরিহার্য।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রনি বলেন, “জামায়াতের আওয়ামী বিরোধিতা, গণসংহতির বিরোধিতা, কিংবা এক হকার বা এক নারীর আওয়ামী বিরোধিতা—এসব এক নয়। কিন্তু সবাই কোনো না কোনোভাবে আওয়ামী বিরোধী। এই পরিস্থিতিতে একটি মধ্যমপন্থী, ভারসাম্যপূর্ণ বিরোধী শক্তির খুবই প্রয়োজন, যেটা এখন পর্যন্ত কেবল বিএনপিই আংশিকভাবে পূরণ করে আসছে।”

তিনি অভিযোগ করেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি ডানপন্থী অভ্যুত্থান ঘটেছে। কেউ কেউ একে ‘জনগণের ম্যান্ডেট’ বলে চালানোর চেষ্টা করছে। এটা একধরনের রাজনৈতিক কুশিক্ষার বহিঃপ্রকাশ। এমন প্রবণতা গণতন্ত্র নয়, বরং নতুন একধরনের ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে।”

রনি বলেন, “যেমনটা দেখা গেছে, একটি সিন্ডিকেটভিত্তিক গোষ্ঠী চায়—নির্বাচনের প্রয়োজনই থাকবে না। সবসময় বিপ্লবী উত্তেজনা, হুজুগ এবং অভ্যুত্থানের বাতাবরণ ধরে রেখে ক্ষমতার ওপর তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে। ঠিক যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে হুজুগ বানিয়ে ব্যবহার করেছে, এখন ঠিক তেমনি ডানপন্থী ধারাও হুজুগ আকারে ব্যবহৃত হচ্ছে।”

তিনি বলেন, “বাংলাদেশে একটি সময় ছিল যখন গণতন্ত্রের ধারণাগুলো আওয়ামীকরণ হয়ে গিয়েছিল। এখন এই ফাঁকা জায়গাটা পূরণ করতে মধ্যপন্থী রাজনীতির একটা জায়গা তৈরি করা জরুরি। বিএনপি সেই জায়গাটা পূরণ করতে না পারলেও, একটি বিএনপি ধাঁচের শক্তি আমাদের প্রয়োজন।”

সাক্ষাৎকারের শেষ দিকে রনি জোর দিয়ে বলেন, “এই বিএনপি যদি ফেইলও করে, তাও একটা বিএনপি লাগবে। কারণ একটি ভারসাম্যপূর্ণ গণতন্ত্রের জন্য শক্তিশালী মধ্যপন্থী বিরোধী দল থাকা জরুরি।”

সূত্র : https://www.facebook.com/share/v/18PMNM1hDr/

আসিফ

×