
ছবি: সংগৃহীত
উপজেলার ভূজপুর এলাকায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ভূজপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আবুল কালাম ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর দফাদার বাড়ির মোহাম্মদ ইউনুসের পুত্র। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, তাকে বিএনপি নেতা সরওয়ার আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তাকে ভূজপুর থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভূজপুর থানার পুলিশ।
আসিফ