
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হয় পিতৃ দিবস বা ‘ফাদার্স ডে’। সন্তানদের জীবনে পিতার ভূমিকা অনস্বীকার্য। পরিবারের স্তম্ভস্বরূপ এই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর দিন হিসেবেই পালিত হয় এ দিবসটি।
চলতি বছর, ২০২৫ সালে ‘ফাদার্স ডে’ পালিত হবে ১৫ জুন, রবিবার। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার এই দিনটি উদযাপিত হয় ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে।
ফাদার্স ডে-এর উৎপত্তি
‘ফাদার্স ডে’ উদযাপনের সূচনা হয় যুক্তরাষ্ট্রে। এই ধারণার সূচনা করেন সোনোরা স্মার্ট ডড নামের এক নারী, যিনি আমেরিকার গৃহযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক উইলিয়াম জ্যাকসন স্মার্টের মেয়ে। মা মারা যাওয়ার পর পাঁচ ভাইবোনকে একাই মানুষ করেন তার বাবা। বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবেই তিনি দিবসটি পালনের প্রস্তাব দেন।
এর ধারাবাহিকতায় ১৯১০ সালের ১৯ জুন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ‘ফাদার্স ডে’ পালিত হয়। পরে ১৯৬৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন জুন মাসের তৃতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে ‘ফাদার্স ডে’ হিসেবে ঘোষণা করেন।
পিতৃত্বের প্রতি সম্মান
‘ফাদার্স ডে’ শুধু একটি উৎসব নয়, এটি একজন পিতার ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুযোগ। সন্তানদের জীবনে বাবারা ছায়াস্বরূপ, যারা নিজেদের কথা না ভেবে সন্তানের ভবিষ্যৎ গড়ায় আত্মনিয়োগ করেন।
যদিও অনেকেই মনে করেন, ভালোবাসা প্রকাশের জন্য শুধুমাত্র একটি দিন যথেষ্ট নয়। তবে কর্মব্যস্ত জীবনে অন্তত একটি দিন পিতাদের বিশেষভাবে সম্মানিত করা ছোট পরিসরে হলেও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।
‘মাদার্স ডে’, ‘সিবলিংস ডে’, ‘গ্র্যান্ড পেরেন্টস ডে’, ‘ফ্রেন্ডশিপ ডে’সহ আরও অনেক সম্পর্ককেন্দ্রিক দিবসের মতো ‘ফাদার্স ডে’ও ধীরে ধীরে জনমানসে স্থান করে নিচ্ছে।
এ বছর দিবসটি উপলক্ষে অনেক পরিবারই আয়োজন করছে ছোটখাটো অনুষ্ঠানের, উপহার দেওয়ার পরিকল্পনা নিচ্ছে সন্তানরা—সব মিলিয়ে ভালোবাসা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠছে দিনটি।
রাকিব