ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সৈয়দপুরে ৫ গরু চুরি

গরু চোর হতে সাবধান: ডিমলা থানার ওসির স্ট্যাটাস

প্রকাশিত: ২৩:২৩, ২১ মে ২০২৫

গরু চোর হতে সাবধান: ডিমলা থানার ওসির স্ট্যাটাস

ছবি : জনকণ্ঠ

'সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুরবানির ঈদ সামনে। এই ঈদে গরু-ছাগল চুরি বেড়ে যায়। থানা পুলিশ সতর্ক আছে। ঈদের ক’দিন আপনারাও নিজের গরু-ছাগলকে অধিক নিরাপত্তায় রাখুন। প্রয়োজনে এলাকাভিত্তিক সম্মিলিতভাবে পাহারার ব্যবস্থা করুন। এলাকায় অচেনা লোকের ঘুরাঘুরি দেখলে ভিডিও/ছবি তুলে রাখুন। মেসেজটি সবার কাছে শেয়ার করুন।'

নীলফামারীর ডিমলা থানার ওসির ফেসবুক থেকে আজ বুধবার রাতে (২১ মে) এমন সতর্কীকরণ বার্তা দেওয়া হয়েছে। যা ডিমলাবাসী গ্রহণ করে ওসির এমন সতর্কবার্তা ছড়িয়ে দিতে দেখা যায়। অনেকে ডিমলা থানার ওসির এমন বার্তায় প্রশংসা করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন, ডিমলার বাইরে বিভিন্ন এলাকার গরু চুরির খবর পাচ্ছি। তাই ডিমলা এলাকাবাসীকে গরু চোর হতে সাবধানতা অবলম্বনে বার্তা দিয়েছি। এ বিষয়ে ইউনিয়নগুলোর জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালাপাড়া গ্রামে ৫টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে পশ্চিম বালাপাড়ার বাসিন্দা ও মুদি দোকানি আতা শাহ ভোলার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

রাতের কোনো এক সময় চোরেরা গোয়ালঘরের দরজার তালা লাগানোর কড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং পাঁচটি গরু নিয়ে যায়। হালকা বৃষ্টি থাকায় বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পাননি। সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান গোয়ালঘরের দরজা খোলা এবং গরুগুলো নেই।

বাড়ির বাইরের রাস্তায় পিকআপের চাকার দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, চোরেরা পিকআপে করে গরুগুলো নিয়ে গেছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী আতা শাহ ভোলা।

এলাকার ইউপি সদস্য মো. মহির উদ্দিন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির ঘটনা বেড়েছে। কোরবানি যত এগিয়ে আসছে, চোরেরা তত বেশি তৎপর হয়ে উঠেছে। কষ্ট করে গরু পালনকারীরা এতে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করে গরু চোর চিহ্নিত করার চেষ্টা চলছে।

সানজানা

×