ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাই বেঁচে গেলেও প্রাণ গেল বোনের

আপেল মাহমুদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঠাকুরগাঁও

প্রকাশিত: ০১:৫১, ২২ মে ২০২৫

ভাই বেঁচে গেলেও প্রাণ গেল বোনের

ছ‌বি: প্রতীকী

ঠাকুরগাঁও সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় জেরিন আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) রাত ৮টায় উপজেলার রুহিয়া থানাধীন রামনাথহাট এলাকার আনোয়ার হাস্কিং মিল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

মোটরসাইকেল দুর্ঘটনায় জেরিন আক্তারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, জেরিন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের ইউপি সদস্য সফিকুল ইসলামের মেয়ে। তিনি পীরগঞ্জ সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার বিকেলে ছোট ভাই কামরুল ইসলামের সঙ্গে রুহিয়া বাজারে কাপড় কিনতে এসেছিলেন জেরিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট ভাই কামরুল ইসলামসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জেরিন।

পথে রামনাথ–মণ্ডলাদাম সড়কে আনোয়ার হাস্কিং মিল সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি পাওয়ার ট্রিলার দেখে মোটরসাইকেলের গতি কমিয়ে দেন কামরুল ইসলাম।

সে সময় পেছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে জেরিন ও কামরুল সড়কে পড়ে যান।

স্থানীয়রা তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।

এম.কে.

×