
ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিলে ৩০ টাকা নিয়ে বিরোধের জেরে বন্ধু মো. মমিনকে (২০) হত্যার ঘটনায় রাকিব হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাতে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা সূত্র জানায়, রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মমিন দোকান কর্মচারী। ১২ মে সন্ধ্যায় তারা ও তাদের আরেক বন্ধু আলামিন এজিবি কলোনি ও আল হেলাল এলাকার আম গাছ থেকে আম পেড়ে ৩৯০ টাকায় বিক্রি করেন। আলামিনকে ১৩০ টাকা দেওয়ার পর বাকি ২৬০ টাকা নিয়ে রাকিব ও মমিনের মধ্যে দ্বন্দ্ব হয়। ওই রাতেই মমিনকে ১০০ টাকা দিলেও সে আরও ৩০ টাকা চাইলে কথা কাটাকাটি হয়।
পরদিন সকাল ১০টার দিকে আবারও ওই স্থানে দেখা হলে তাদের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা হয়। পুলিশ জানায়, “মমিন আসামির মা-বোনকে উদ্দেশ্য করে গালিগালাজ করলে রাকিব তাকে থাপ্পড় দেয়। এরপর মমিন ইট দিয়ে আঘাত করতে গেলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে আঘাত করে।” মমিন পড়ে গেলে রিকশায় করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায় রাকিব। চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব পালিয়ে ময়মনসিংহ চলে যায়। পরে নিহতের বাবা ফিরোজ শেখ মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় এক সপ্তাহের মধ্যে রাকিবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আলিফ