ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নিষ্পাপ শিশুদের টার্গেট করল ভারতীয় প্রক্সিরা, শোকে স্তব্ধ বালোচিস্তান

প্রকাশিত: ১৭:০৬, ২১ মে ২০২৫

নিষ্পাপ শিশুদের টার্গেট করল ভারতীয় প্রক্সিরা, শোকে স্তব্ধ বালোচিস্তান

ছ‌বি: সংগৃহীত

আজ বুধবার (২১ মে) সকালে পাকিস্তানের বালোচিস্তানের খুজদার জেলার জিরো পয়েন্ট এলাকায় একটি স্কুলবাসে বোমা হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন শহীদ হয়েছেন এবং আরও অনেক শিশু আহত হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “প্রাথমিক তথ্যে দেখা গেছে, তিনজন নিরীহ শিশু ও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি শহীদ হয়েছেন এবং একাধিক শিশু আহত হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, “যুদ্ধে পরাজিত হয়ে এখন ভারতের প্রক্সি সন্ত্রাসীরা বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস ও অস্থিরতা ছড়াতে এই ঘৃণ্য ও কাপুরুষোচিত হামলা চালাচ্ছে।”

আইএসপিআর আরও জানায়, “অপারেশন বুনিয়ান-উন-মারসুসে ব্যর্থ হয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে ভারতের এই সন্ত্রাসী এজেন্টরা এখন শিশু ও নিরীহ বেসামরিক মানুষের মতো ‘সফট টার্গেট’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।”

বিবৃতিতে বলা হয়, “সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করা ভারতের রাজনৈতিক সরকারের নৈতিক অধঃপতন ও মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট নিদর্শন।”

আইএসপিআর আরও জানায়, “এই কাপুরুষোচিত ভারত-প্রশিক্ষিত হামলার পরিকল্পনাকারী, সহযোগী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে এবং ভারতের আসল সন্ত্রাসী চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হবে।”

 

সূত্র: https://tribune.com.pk/story/2547029/four-killed-several-injured-as-school-bus-targeted

এএইচএ

×