
ডোনাল্ড ট্রাম্প
১৭ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত হবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম। বুধবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে প্রকল্পের নকশা নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার অত্যাধুনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকির কথা কয়েক মাস ধরে বলে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এসব হুমকি মোকাবিলায় এ ধরনের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে তাগিদ দিয়ে আসছিলেন তিনি। খবর সিএনএনের।
ক্ষমতায় বসার পর পর গোল্ডেন ডোম নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেন তিনি। এবার ১৭ হাজার ৫০০ কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নকশা নির্বাচনের পাশাপাশি এই প্রকল্পের নেতৃত্ব দেওয়া ব্যক্তির নামও প্রকাশ করেছেন তিনি। বুধবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গোল্ডেন ডোম মহাকাশভিত্তিক সিস্টেম যা চীন ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকাতে তৈরি করা হচ্ছে।
শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে তা বের করে ধ্বংস করবে গোল্ডেন ডোম। স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গুইটলাইনের নেতৃত্ব দেবেন। এই কর্মসূচিকে সামরিক পরিকল্পনার মেরুদ- বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আমার মনে হয় তিন বছরের কম সময়ে আমরা একটি বড় পর্যায়ে পৌঁছে যাব। আপাতত ২ হাজার ৫০০ কোটি দিয়ে কাজ শুরু করছি, ১৭ হাজার ৫০০ কোটি ডলারের খরচ হবে। আড়াই তিন বছরের ভেতর একটা ফল পাবো আশা করি। ট্রাম্প জানান, তার প্রশাসন প্রকল্পের রূপরেখার বিষয়ে সিদ্ধান্তে এসেছে।