ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

নবজাতক ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র: খলিলের স্ত্রী

প্রকাশিত: ০৩:৫১, ২২ মে ২০২৫

নবজাতক ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র: খলিলের স্ত্রী

ছবি: সংগৃহীত

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্যালেস্টাইন সমর্থক মহম্মদ খলিলের ওপর যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা চলছে। খলিলকে তার নবজাতক পুত্রের সঙ্গে দেখা করতে অনুমতি দেওয়া হয়নি। তিনি মার্চ মাস থেকে আটক রয়েছেন এবং ডিপোর্টেশনের মুখোমুখি আছেন।

খলিলের আইনজীবী ও মানবাধিকার সংগঠন এ বিষয়ে জানিয়েছে, ICE (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এবং জিও গ্রুপ নামের কারাগার ঠিকাদার তাকে পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি দেখা করতে বাধা দিয়েছে।

খলিলের স্ত্রী নূর আবদল্লা বলেন, এই নিষেধাজ্ঞা শুধু নিষ্ঠুর নয়, এটি একটি পরিকল্পিত অমানবিকতা, যা আমাদের পরিবারকে ছিন্নভিন্ন করছে।

তিনি আরও বলেন, আমাদের সংগ্রাম একা নয়। প্যালেস্টাইনের পরিবারের মতো আমাদের পরিবারও বিচ্ছিন্ন হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব যতক্ষণ না মহম্মদ বাড়ি ফিরে আসেন।

মহম্মদ খলিল প্যালেস্টাইনের পক্ষে প্রতিবাদের অংশগ্রহণের কারণে টার্গেট করা হয়েছে এবং তার পরিবার তার মুক্তি ও পরিবারের কাছে ফেরার জন্য আপিল জানিয়েছে।
 

এসএফ 

×