ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলা: একাধিক স্থানে নিহত অন্তত ৯

প্রকাশিত: ০৬:৫৩, ২২ মে ২০২৫

গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলা: একাধিক স্থানে নিহত অন্তত ৯

ছবি: সংগৃহীত

গত কয়েক ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরার আরবি বিভাগ জানিয়েছে, এসব হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন।

উত্তর গাজার আস-সাফতাওয়ি এলাকায় একটি বসতবাড়িতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন। হামলার সময় পরিবারের সদস্যরা ঘরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

গাজা শহরের উত্তর-পশ্চিমে একটি তথাকথিত "গোয়েন্দা এলাকা" লক্ষ্য করে চালানো হামলায় আরও একজন নিহত এবং কয়েকজন আহত হন।

মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি তম্বুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে সেখানে নিহত হন ২ জন। একই শহরের দক্ষিণাংশে, একটি গুদামঘর—যেখানে আরও কিছু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন—সেখানেও হামলা চালানো হয়, এতে নিহত হন আরও ১ জন।

অন্যদিকে নুসাইরাত শরণার্থী ক্যাম্পে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরও একজনের মৃত্যু হয় এবং আহত হয়েছেন আরও অনেকে।

গাজার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে মানবিক বিপর্যয় আরও গভীর আকার ধারণ করছে। আহতদের অনেকেই হাসপাতালে নেওয়ার সুযোগ পাচ্ছেন না, কারণ হাসপাতালগুলোর অবস্থাও ইতোমধ্যে সংকটাপন্ন।

এসএফ 

×