ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

উত্তর গাজার আল-আওদা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী

প্রকাশিত: ০৭:০৭, ২২ মে ২০২৫

উত্তর গাজার আল-আওদা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী

ছবি: সংগৃহীত

উত্তর গাজার তাল আল-যাতারে অবস্থিত আল-আওদা হাসপাতালকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী।

আল জাজিরার আরবি ভাষার একজন প্রতিবেদক জানিয়েছেন, বুধবার হাসপাতালটিতে ইসরায়েলি সেনারা কামানের গোলা নিক্ষেপ করে এবং ড্রোন দিয়ে হাসপাতালের পানির ট্যাংকগুলোতে আঘাত হানে।

হাসপাতালের বিশেষ সার্জারি ইউনিটসহ বিভিন্ন ভবনের ওপর এখনো ট্যাঙ্ক থেকে গুলি চালানো হচ্ছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি বাহিনীর এই অবরোধে হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আহত ও অসুস্থদের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে, যা ইতোমধ্যে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

এসএফ 

×