
ছবি: সংগৃহীত
জাতিসংঘের শিশু তহবিল সংস্থা UNICEF-এর প্রধান ক্যাথরিন রাসেল গাজার মধ্যে জীবন রক্ষাকারী ত্রাণ সামগ্রীর মারাত্মক সংকটের কথা জানিয়ে সতর্কতা উচ্চারণ করেছেন। ইসরায়েলি বাহিনী গাজার উপরে কঠোর এড ব্লকেড চালিয়ে ত্রাণ পৌঁছানোর মাত্র সামান্য পরিমাণই অনুমতি দিচ্ছে।
ক্যাথরিন বলেন, গাজার শিশুদের উপর হামলা অব্যাহত রয়েছে, আহত ও ত্রাণ বঞ্চিত হচ্ছে তারা। যতসংখ্যক ত্রাণ আসছে, তা প্রয়োজনের তুলনায় একদম কম এবং এখনও সবচেয়ে বেশি প্রয়োজনীয়দের কাছে পৌঁছায়নি। গাজার মধ্যে ত্রাণের স্টক দ্রুত কমছে, আর সময়ও শেষ হয়ে আসছে।
এসএফ