ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

চিনির পাত্রে পিঁপড়া? সহজেই মুক্তি পাবেন এই টোটকায়

প্রকাশিত: ০৮:৪১, ২২ মে ২০২৫

চিনির পাত্রে পিঁপড়া? সহজেই মুক্তি পাবেন এই টোটকায়

ছবি: সংগৃহীত

গ্রীষ্ম এলেই ঘরের আনাচে-কানাচে পিঁপড়ার উপদ্রব শুরু হয়। বৃষ্টি পড়লে যেন তাদের দাপট আরও বেড়ে যায়। বিশেষ করে চিনির পাত্র যেন পিঁপড়াদের প্রিয় গন্তব্য। যত ভালো করেই ঢাকনা লাগিয়ে রাখুন না কেন, কোনো না কোনোভাবে তারা ঢুকে পড়ে। তবে এই সমস্যার কিছু সহজ ঘরোয়া সমাধান রয়েছে—নিয়মিত ব্যবহার করলে পিঁপড়া থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

চলুন জেনে নিই চিনির পাত্রে পিঁপড়া রোধে কার্যকর কিছু ঘরোয়া উপায়:

সঠিক পাত্র বেছে নিন

চিনি সংরক্ষণের জন্য স্টিল বা কাচের বায়ুনিরোধক পাত্র ব্যবহার করুন। এর ঢাকনা যেন একদম শক্তভাবে বন্ধ হয় তা নিশ্চিত করতে হবে। এতে পিঁপড়াদের প্রবেশ যেমন ঠেকানো যাবে, তেমনি বর্ষাকালে চিনিও আর্দ্র হয়ে যাবে না।

লবঙ্গের গন্ধে পিঁপড়া দূরে

চিনির পাত্রে ২-৩টি লবঙ্গ রেখে দিন। লবঙ্গের তীব্র গন্ধ পিঁপড়াদের অপছন্দ—তারা আর সেই পথে ঘেঁষবে না। এটি একটি কার্যকর, সহজ ও রাসায়নিকমুক্ত সমাধান।

তেজপাতা রাখুন

তেজপাতার পাতাও পিঁপড়া প্রতিরোধে সাহায্য করে। চিনির কৌটার ভেতরে বা ঢাকনার নিচে একটি শুকনো তেজপাতা রেখে দিন—পিঁপড়ারা তার গন্ধ সহ্য করতে পারে না।

রসুনের ব্যবহার

চিনির পাত্রে ২-৩ কোয়া রসুন ছাড়িয়ে রাখুন। চাইলে রসুন গুঁড়ো করে পানিতে ফুটিয়ে ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে পাত্রের চারপাশে স্প্রে করুন। রসুনের গন্ধও পিঁপড়াদের দূরে রাখে।

ভিনেগার

একটি কাপড়ে সামান্য ভিনেগার ছিটিয়ে চিনির পাত্রের নিচে রাখুন। পিঁপড়ারা এই গন্ধ সহ্য করতে না পেরে সেই পথ পরিহার করবে। এটি ঘরের অন্য খাবার সংরক্ষণের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।

পিঁপড়ার উপদ্রব যতই বিরক্তিকর হোক না কেন, কিছু সহজ ঘরোয়া কৌশল জানলেই তা থেকে মুক্তি সম্ভব। রাসায়নিক নয়, প্রাকৃতিক উপায়েই যদি আমরা সমস্যার সমাধান করতে পারি, তবে তাতে উপকারই বেশি। তাই আজই চেষ্টা করে দেখুন এই টিপসগুলো—পিঁপড়া আর চিনির পাত্রে ঢুকবে না।

রাকিব

×