ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

আবারও বেড়েছে স্বর্ণের দাম!

প্রকাশিত: ০৮:৫২, ২২ মে ২০২৫; আপডেট: ০৮:৫৩, ২২ মে ২০২৫

আবারও বেড়েছে স্বর্ণের দাম!

আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এক লাফে ভরিপ্রতি মূল্য বেড়েছে ২ হাজার ৮২৩ টাকা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন ক্রেতাকে গুনতে হবে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বৃহস্পতিবার (২২ মে) থেকে নতুন এই দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাকে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে, সর্বশেষ গত ১৭ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। সেই তুলনায় এবার আরও বেশি হারে মূল্যবৃদ্ধি ঘটেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে।

আফরোজা

×