ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ইরানকে ঘিরে ইসরায়েলের ষড়যন্ত্র: চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলো সিএনএন

প্রকাশিত: ০২:৪৮, ২২ মে ২০২৫

ইরানকে ঘিরে ইসরায়েলের ষড়যন্ত্র: চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলো সিএনএন

ছবি: প্রতীকী

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে ইসরায়েল—এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন। নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড, উচ্চপর্যায়ের আলোচনা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এসব তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

এ বিষয়ে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের কার্যক্রম থেকে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে, একটি সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে দেশটি। এর মধ্যে রয়েছে বিমান হামলায় ব্যবহৃত গোলাবারুদ স্থানান্তর ও একটি বড় পরিসরের বিমান মহড়া।

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের প্রশাসনের অভ্যন্তরেও এ বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন ইসরায়েল এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেনি, আবার অনেকে মনে করছেন বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে এক সরাসরি সংঘর্ষের। এই পরিস্থিতিকে কৌশলগত চাপ হিসেবে দেখছে একটি অংশ, আবার কেউ কেউ বলছেন এটি আগাম হামলারই প্রস্তুতি।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন কূটনৈতিকভাবে ইরানকে চুক্তিতে আনতে চেয়েছিল। ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠির মাধ্যমে ৬০ দিনের আল্টিমেটামও দিয়েছিলেন। তবে সেই সময়সীমা ইতোমধ্যেই পেরিয়ে গেছে।

এর মাঝেও হোয়াইট হাউস এখনো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান তাদের অবস্থানে অনড়। খামেনি সম্প্রতি এক বিবৃতিতে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার দাবি যুক্তরাষ্ট্রের অতিরঞ্জিত ও অযৌক্তিক। তিনি আরও বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার থেকে পিছু হটবে না।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল চায় না এমন কোনো মার্কিন-ইরান চুক্তি হোক যা তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সেই আশঙ্কা থেকেই হয়তো দেশটি আগাম হামলার পরিকল্পনা করছে বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। গোটা বিশ্বের নজর এখন ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমঝোতার দিকে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=grUzV7DasR0

রাকিব

×