ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সৌদি আরবে এখন পর্যন্ত ৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৩:১২, ২২ মে ২০২৫

সৌদি আরবে এখন পর্যন্ত ৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ছবি: প্রতীকী

চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৪৪৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৬৯৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন আরও ৪৭ হাজার ৭৫৪ জন। তারা সৌদি আরবে পৌঁছেছেন মোট ১৩৬টি ফ্লাইটে।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জন বাংলাদেশি হজযাত্রীর। এর মধ্যে ৪ জন মক্কায় এবং ৫ জন মদিনায় ইন্তেকাল করেন। হজযাত্রীদের জন্য এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৮৩৯টি ভিসা ইস্যু হয়েছে বলে জানিয়েছে হজ মিশন।

এছাড়া জানা গেছে, এখন পর্যন্ত সৌদি আরবে অবস্থানরত প্রায় ১৭ শতাংশ বাংলাদেশি হজযাত্রী শারীরিকভাবে অসুস্থ। এর মধ্যে অনেকেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। ১৫ জনের বেশি বাংলাদেশি বর্তমানে মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত মেডিকেল রিপোর্ট না থাকায় চিকিৎসকদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এদিকে একজন বাংলাদেশি হজযাত্রীর ব্যাগ থেকে তামাকজাত দ্রব্য পাওয়ায় সৌদি হজ মন্ত্রণালয় বাংলাদেশ হজ মিশনকে সতর্ক করেছে। এ নিয়ে বাংলাদেশ সরকার বিব্রত অবস্থায় পড়ে।

তীব্র গরমের কারণে হজযাত্রীদের ছাতা, পানি ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হজ চলাকালে সৌদি আরবে তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

এ বছর হজে ব্যাগেজ ব্যবস্থাপনা নিয়েও ভোগান্তির শিকার হচ্ছেন হজযাত্রীরা। অভিযোগ রয়েছে, মক্কা থেকে ৮৯ কিলোমিটার দূরে ব্যাগেজ সংগ্রহের স্থানে যেতে অনেকেরই অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। যাদের বৈধ রেসিডেন্ট আইডি নেই, তাদের মক্কায় প্রবেশে বাধা দিচ্ছে সৌদি পুলিশ। এতে ট্রান্সপোর্ট খরচসহ নানা সমস্যায় পড়ছেন বাংলাদেশি হজযাত্রীরা।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=u3WCMNo4xLg

রাকিব

×