
ছবি : প্রতীকী
ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার লিমা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। নিহত তামান্না ওই গ্রামের মিলন ফকিরের মেয়ে এবং ফরিদপুর জেলা সদরের পশ্চিম খাবাসপুর এলাকার নাঈম ভূঁইয়ার স্ত্রী।
মঙ্গলবার (২০ মে) বিকেলে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে তার বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, কিছুদিন আগে তামান্না স্বামীর সঙ্গে রাগারাগি করে বাবার বাড়িতে চলে আসেন। আসার পর থেকে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এরপর মঙ্গলবার দুপুরের দিকে তিনি ঘরের একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। তার ছোট ভাই শাহরিয়ার ফকির রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তিনি দেখেন, তার বোন ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তামান্নাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই রতন কুমার বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বুধবার (২১ মে) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সা/ই