ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতিসংঘের প্রতিবেদন

গাজায় এখনো ত্রাণ বিতরণ শুরু করা হয়নি

প্রকাশিত: ২২:০৩, ২১ মে ২০২৫

গাজায় এখনো ত্রাণ বিতরণ শুরু করা হয়নি

কারেম আবু সালেম সীমান্ত ক্রসিংয়ে ত্রাণ ঢুকতে বাধা দেয় ইসরাইলি বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক চাপের মুখে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সীমিতসংখ্যক ত্রাণ প্রবেশ করলেও সেগুলো এখনো বিতরণ করা যায়নি বলে জাতিসংঘ জানিয়েছে। প্রায় ১১ সপ্তাহ ধরে গাজায় ত্রাণ প্রবেশে নিষধাজ্ঞা আরোপ করে ইসরাইল। এতে দুর্ভিক্ষের মুখে পড়ে উপত্যকার বাসিন্দারা। সোমবার মাত্র ৫ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়, যা প্রয়োজনের মাত্র ১ শতাংশ।

তবে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে গাজায় প্রতিদিন ১০০ ট্রাক ত্রাণ সরবরাহের অনুমোদন দেয় নেতানিয়াহু সরকার। এদিকে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় আরও ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আন্তর্জাতিক চাপ ও মানবিক সহায়তা প্রবেশের আহ্বান উপেক্ষা করেই এই অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। খবর আলজাজিরার। গাজার বিভিন্ন স্থানে চালানো হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বাসিন্দাদের মঙ্গলবার উপকূলীয় এলাকায় সরে যেতে বলেছিল ইসরাইল। তবে ওই অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী। একটি স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলোর ওপর চালানো হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা পোড়া কাপড়, একটি লাল খেলনা ভালুকসহ ব্যক্তিগত জিনিসপত্রের দৃশ্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। বুধবার জাতিসংঘ জানিয়েছে, প্রতিদিন গাজায় ১০০ ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি পেয়েছে তারা। যদিও দিনে উপত্যকাটিতে ৫০০ ট্রাক ত্রাণের প্রয়োজন।

এদিন জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বুধবারও গাজা উপত্যকায় কোনো মানবিক সাহায্য বিতরণ করা হয়নি। তিনি বলেন, আমাদের একটি দল কেরেম শালোম এলাকায় প্রবেশ করে ইসরাইলি সবুজ সঙ্কেতের জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করেছিল। দুর্ভাগ্যবশত তারা আমাদের গুদাম থেকে পণ্য আনার অনুমতি দেয়নি। তিনি আরও বলেন, গাজা উপত্যকায় আরও সরবরাহ এসেছে তবে স্থলভাগে থাকা জাতিসংঘের দলগুলো আমাদের গুদাম এবং ডেলিভারি পয়েন্টগুলোতে পৌঁছাতে পারেনি।

এর আগে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্ষুধা ও দুর্ভিক্ষ চরম রূপ নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় অনাহারে ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে। বিবিসির রেডিও ফোরস টুডে প্রোগ্রামে গাজায় ইসরাইল যে পরিমাণ সাহায্য দিচ্ছে তা নিয়ে কথা বলেন টম ফ্লেচার। তিনি বলেন, ইসরাইল ১১ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর মঙ্গলবার গাজায় মাত্র পাঁচ ট্রাক ত্রাণ গেছে।

×