ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

পশ্চিম তীরের গ্রামে ইসরায়েলি সেনাদের অভিযান

প্রকাশিত: ০৪:৫৪, ২২ মে ২০২৫; আপডেট: ০৪:৫৪, ২২ মে ২০২৫

পশ্চিম তীরের গ্রামে ইসরায়েলি সেনাদের অভিযান

ছবি: সংগৃহীত

পশ্চিম তীরের দখলকৃত বেথলেহেমের নিকটবর্তী ওয়াদি রাহাল গ্রামে গতকাল ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে দুই প্যালেস্টিনিয়ান নাগরিককে আঘাত করেছে। স্থানীয় প্যালেস্টিনিয়ান সংবাদ সংস্থা ওয়াফা এই খবর নিশ্চিত করেছে।

আহতরা হলেন ইয়াদ মুহাম্মদ আবু আহুর (৩৫) এবং আহমাদ রাজেহ আবু আহুর (১৯)। হামদি জিয়াদা, যিনি ওয়াদি রাহাল গ্রাম পরিষদের প্রধান, জানান, দুই জনই গুরুতর না হলেও বেশ কিছু আঘাত নিয়ে বেথলেহেমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল বলেও জানা গেছে।

ওয়াফা জানিয়েছে, অভিযান চলাকালে ইসরায়েলি সৈন্যরা গ্রামে প্রবেশ করে শব্দ বোমা নিক্ষেপ করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা গ্রামটির প্রধান চত্বরের মাঝখানে অবস্থান নেয়। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার ফলে বড় ধরনের শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন।

আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায়, এই ধরনের অভিযান পূর্বেও নিয়মিত ঘটছে এবং এটি সেখানে উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধির কারণ হিসেবে দেখা দিচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সময়ে সময়ে এই ধরনের আক্রমণের নিন্দা জানিয়েছে।

স্থানীয় অধিবাসীরা শান্তি প্রতিষ্ঠা ও বৈধ অধিকারের জন্য শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।

এসএফ 

×