
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামে গ্রামবাসীর অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। বহুদিন ধরে সরকারি সহায়তা না পেয়ে অবশেষে নিজেরাই রাস্তা উন্নয়নের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২১ মে) দুপুরে একদুলের দরগাহ থেকে ইউছুফ মাস্টারের বাড়ি পর্যন্ত এই রাস্তার ওপর ইটের খোয়া ও ভাটার রাবিশ বসানো হয়। এতে অংশ নেন স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবী।
স্থানীয় ইউছুফ মাস্টার, আবু তাহের হিরু, রফিকুল ইসলাম, হাসান আলী মাস্টার ও আজাদুল মাস্টার জানান, বর্ষা মৌসুমে কাদাপানিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়। বহুবার সরকারি প্রকল্পের মাধ্যমে পাকা বা হেরিং রাস্তা নির্মাণের দাবি জানানো হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। তাই নিজেদের অর্থ ও শ্রমে রাস্তা মেরামত করতে বাধ্য হয়েছেন তাঁরা।
তারা বলেন, "এই রাস্তা দিয়ে স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে কৃষক, দিনমজুর—সবাই চলাচল করে। আমরা চাই, ভবিষ্যতে সরকারিভাবে এই রাস্তাটি পাকাকরণ করা হোক।"
এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রফিকুল ইসলাম বলেন, "আমি পরিষদের সদস্য থাকাকালে এ রাস্তাটি নির্মাণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তবে ভবিষ্যতে সরকারি প্রকল্পের মাধ্যমে রাস্তার উন্নয়নে সর্বাত্মক সহায়তা করবো।"
নুসরাত