ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

যেভাবে জামিন পেলেন নুসরাত ফারিয়া

প্রকাশিত: ১২:২১, ২০ মে ২০২৫

যেভাবে জামিন পেলেন নুসরাত ফারিয়া

ছ‌বি: সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের পর হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত নুসরাত ফারিয়াকে রোববার কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা।

ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালত গতকাল পুলিশকে নির্দেশ দিয়েছিল, তিনি ঘটনার সময় দেশে ছিলেন কি না—তা যাচাই করে প্রতিবেদন জমা দিতে। যদিও পুলিশ ২২ মে পর্যন্ত সময় পেলেও আজই দ্রুততার সঙ্গে প্রতিবেদন দাখিল করে। এতে নিশ্চিত হয়, নুসরাত ফারিয়া ঘটনার সময় দেশে ছিলেন না।

এই প্রতিবেদন ভিত্তিতে তার আইনজীবী আজ একটি বিশেষ পিটিশনের মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত ৫ হাজার টাকা মুচলেকায় নুসরাত ফারিয়াকে জামিন প্রদান করেন।

নুসরাত ফারিয়ার আইনজীবী জানান, “বিচারক আজ সন্তুষ্টি প্রকাশ করে জামিন মঞ্জুর করেছেন। আমরা জামিনের শর্ত অনুযায়ী ৫ হাজার টাকার বেলবন্ড প্রদান করেছি। আশা করছি, আজকের মধ্যেই তাকে মুক্ত করা সম্ভব হবে।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=P5-qIU_3euo

এএইচএ

×