ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ফের বিয়ে করছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম

প্রকাশিত: ১৭:১৫, ২১ মে ২০২৫

ফের বিয়ে করছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম

ছবি :সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী, বাংলাদেশি বংশোদ্ভূত স্পেন প্রবাসী মারিয়া মিম আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই মডেল ও অভিনেত্রী।

বিচ্ছেদের পর দীর্ঘ ছয় বছর একাই ছিলেন মিম। তবে এবার জীবনে নতুন মানুষকে জায়গা দিয়েছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে নতুন প্রেমিকের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। ভিডিওতে প্রেমিকের মুখ দেখা না গেলেও ক্যাপশনে তাকে ‘আমার ভালোবাসা’ বলে সম্বোধন করেন মিম।

এক সাক্ষাৎকারে মিম বলেন, “হ্যাঁ, আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না, তিনি মিডিয়ার বাইরের মানুষ। খুব শিগগিরই আমরা বিয়ের পরিকল্পনা করছি।”

পুরোনো সম্পর্ক নিয়ে যেন নতুন কোনো বিতর্ক তৈরি না হয়, সে বিষয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছেন মিম। তিনি বলেন, “সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ। তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ। প্লিজ, সিদ্দিককে জামাই বানায় দিয়েন না।”

 

 

সা/ই

×